বাঞ্ছারামপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২২
---
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ (সোমবার) সকাল ৬টার দিকে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ২২ জন আহত হয়েছে। আহতদের বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শওকত ওসমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন- শিল্পী বেগম(২৫), আলমগীর(২৪), জন্টু(২৬), আমান মিয়া(৫০), সাইফুল(৩০), সোহেল(২২), নাজিমউদ্দিন(৩৫), ফারুক মিয়া(৪০) ও শওকত আলী প্রমুখ। খোজ নিয়ে ও পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমানের সাথে কথা বলে জানা গেছে, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মানিক মেম্বার ও সাইজুদ্দিন মেম্বার বনাম আমির হোসেন রাজা মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেকেই আহত হয়। সংঘর্ষের বিষয়ে উভয়পক্ষ বাঞ্ছারামপুর মডেল থানায় দুটি ভিন্ন ভিন্ন মামলার আর্জি দায়ের করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, সংঘর্ষের ঘটনার কথা জেনেছি। উভয়পক্ষ আবেদনও করেছে এবং তদন্ত চলছে।