g চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণেই নির্বাচন করছি : পূর্ণিমা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১১ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণেই নির্বাচন করছি : পূর্ণিমা

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭
news-image

---

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী পূর্ণিমা। যদিও এখন আর তিনি আগের মত চলচ্চিত্রে অভিনয় করেন না। পারিবারিক ব্যস্ততায় দারুণ সময় কাটে তার। তবে এরপরও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানান কাজে দেখা মেলে। আসছে শিল্পী সামাতর ২০১৭-১৮ মেয়াদে কার্যকরী সদস্য পদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছেন তিনি। নির্বাচনও অন্যান প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

প্রশ্ন : কেমন আছেন?

পূর্ণিমা: এই তো ভালো।

প্রশ্ন : আসছে শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থীতা করছেন?

পূর্ণিমা: মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের হয়ে কার্যকরী সদস্য পদে আমি নির্বাচন করছি। যদিও আমি মান্না ভাই যখন ছিলেন তখনও আমি একই পদে জয়ী হয়েছিলাম। বেশ ভালোই। কারণ সে সময়ের অভিজ্ঞতাগুলো এখন বেশ কাজে লাগছে।

প্রশ্ন : সেই সময়েও কার্যকরী সদস্য পদে আর এখনও একই পদে কেন আছেন?

পূর্ণিমা: তার সবেচেয়ে বড় একটা কারণ পারিবারিক ব্যস্ততা। যেটা আগে ছিল না। যার কারণে এখন আর চলচ্চিত্রেও আগের মত অভিনয় করি না। তারপরও সংগঠনের প্রতি আমার একটা ভালোলাগা কিংবা চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণেই আমি নির্বাচন করছি। তবে পদ নিয়ে আমি ভাবছি না। নির্বাচন আসবে যাবে। আমি পূর্ণিমা, এটাই আমার পরিচয়।

প্রশ্ন : নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে?

পূর্ণিমা: এই তো বেশ। কয়েকটি সভা করেছি। কিংবা আমাদের পলিসি কি হবে, সে বিষয়ে বসে আমরা আমাদের মতামত অন্যান সকলের সঙ্গে আলোচনা করেছি। যারা ভোটার, তাদের কে বিভিন্নভাবে আমাদের পলিসিটা বোঝানোর চেষ্টা করছি। যার কারণে মোটামুটি একটা ব্যস্ততা তো থাকেই।

প্রশ্ন : সংসার, পরিবার ও চলচ্চিত্রের সাংগঠনিক ব্যস্ততা; কেমন লাগে এসব ভেবে?

পূর্ণিমা: বেশ তো। মন্দ নয়। জীবন মানেই তো চলচ্চিত্র। কারণ এ ইন্ডাস্ট্রির মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটি কি করে আমি ভুলে যাই? যার কারণে আমি আমার সকল ব্যস্ততা শেষে আমি যতটুকু সময় পাই এখানে দেওয়ার চেষ্টা করি।প্রিয়.কম

এ জাতীয় আরও খবর