রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

পলকের অ্যামবাসেডর নাজমুল

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

নিজস্ব প্রতিবেদক : নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের জন্য একজন অ্যামবাসেডর নিয়োগ দিয়েছেন।

 

জনগণ ও সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী ওয়েব সাইট আমার এমপি ডট কম-এ অ্যামবাসেডর বা স্বেচ্ছাসেবক নিয়োগ চলছে। এরই অংশ হিসেবে জুনাইদ আহমেদ পলক নাজমুল হক নামের একজনকে তার সঙ্গে কাজ করার অনুমতিপত্র দিয়ে অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করেছেন।

নির্বাচনী আসনের যে কেউ বা দেশের সাধারণ কোনো নাগরিক সংসদ সদস্যদের প্রশ্ন করার সুযোগ পাবেন আমার এমপি ডট কম ওয়েব সাইটের মাধ্যমে। এই সাইটে গিয়ে যে এমপিকে প্রশ্ন করতে ইচ্ছুক সেই এমপিকে খুঁজে বের করে প্রশ্নটি করা যাবে।

প্রশ্ন কর্তার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবেন একজন স্বেচ্ছাসেবক। মূলত স্বেচ্ছাসেবককেই অ্যামবাসেডর হিসেবে অভিহিত করবে আমার এমপি ডট কম কর্তৃপক্ষ।

এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন দেশের অন্য আসনের এমপিরাও। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস তার আসনের জন্য গোলাম সাকলাইন শুভ এবং শাকিল আহমেদকে নিয়োগ দিয়েছেন।

চাপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি গোলাম রব্বানী তার সঙ্গে কাজ করার জন্য বেছে নিয়েছেন এ কে এম শহীদ কায়সারকে।

যশোর-৪ আসনের এমপি রঞ্জিত কুমার রায় তার সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করার জন্য মো. ইয়াসিন আরাফাতকে বেছে নিয়েছেন।

সাতক্ষীরার সংরক্ষিত ৩১২ নং নারী আসনের সংসদ সদস্য রিফাত আমিন নিয়োগ দিয়েছেন ওসমান গণি সোহাগকে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি মাহেবুল হাসান মুকিতকে নিয়োগ প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর