রবিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৩শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মুসলিম নীতি জাতীয় নিরাপত্তার জন্য নয়

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৪, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই এজেন্ট ও কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ আলী সৌফান আল জাজিরায় এক সাক্ষাৎকারেবলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া মুসলিম নিষেধাজ্ঞা নীতি জাতীয় নিরাপত্তার স্বার্থে নেয়া হয়নি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এই তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা কি আসলেই আইএস এর মত বিধ্বংসী গোষ্ঠি থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা দিতে পারবে এমন এক প্রশ্নের জবাবে আলী সৌফান বলেন, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আইএসের জন্য একটি ভালো খবর।

সাবেক এই এফবিআই এজেন্ট আরো উল্লেখ করেন, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে শত্রুর মত আচরণ করে যুদ্ধে কখনই জয়লাভ করতে পারব না। ট্রাম্পের এই নীতি জাতীয় নিরাপত্তাকে সাহায্যের বদলে আঘাত হানবে বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কর্মরত এই আলী সৌফান আরো জানান, দেশ রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে দেশের নীতি ও আদর্শ মেনে চলা উচিত।

এ জাতীয় আরও খবর