সরাইলে ৫ পরীক্ষার্থীর পাহাড়ায় ১ শিক্ষক : অনুপস্থিত-১৪
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালে গত বৃহম্পতিবার সরাইলে একটি ব্যতিক্রম চিত্র ধরা পড়েছে। মাত্র ৫জন পরীক্ষার্থীর পাহাড়ায় রয়েছেন ১জন শিক্ষক। ২টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে চলছে কেন্দ্রের ভ্যেনু। আর ৫ টি কেন্দ্রে মোট ১৪ জন শিক্ষার্থী ছিল অনুপস্থিত। সরজমিনে দেখা যায়, ৪নং কেন্দ্র সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভ্যেনু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ১১টা ৪০ মিনিটে ওই কেন্দ্রে প্রবেশ করে দেখা যায় ৫টি কক্ষে পর্যাপ্ত পরিমান শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। কোন কক্ষে ২জন বা ৩ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন। কিন্তু ১টি কক্ষের চিত্র ছিল ব্যতিক্রম। বিশাল আকৃতির একটি কক্ষের ব্লাকবোর্ড সংলগ্ন স্থানে ১টি চেয়ারে বসে আছেন শিক্ষক মোঃ আয়ুবুর রহমান। আর সেই কক্ষে পরীক্ষা দিচ্ছেন মাত্র ৫ জন শিক্ষার্থী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এভাবেই চলেছে। সহকারি কেন্দ্র সচিব মোহিত কুমার দেব জানান, অন্য কক্ষে জায়গা সংকুলান হয় না। তাই ৫ জনকে ১টি কক্ষে দিতে হয়েছে। আগামী পরীক্ষায় এ কক্ষে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, ৫ জন পরীক্ষার্থীর জন্য ১জন শিক্ষক! সম্ভবতঃ ১ বিষয়ের পরীক্ষার্থী। আগামী দিন বিষয়টি দেখব। ওদিকে মূল কেন্দ্রের ভ্যেনু হওয়ায় শাহবাজপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরাইল সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে এতে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি তো হবেই। উভয় স্কুলের সহ¯্রাধিক শিক্ষার্থী বর্তমানে পাঠদান বঞ্চিত। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের এ বিষয়ে বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য ১২-১৪ দিন বিদ্যালয় দ’ুটোতে ক্লাশ হবে না। এ কারনে ওই বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি তো হবেই। জাতীয় স্বার্থে এটা মেনে নিতে হবে। গতকালের পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয় সমূহের ১৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন ও ভোকেশনালের ৮৩ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।