সোমবার, ৬ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২৪শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

নবীনগরে একই রাতে ১৯ দোকানে চুরি

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৩, ২০১৭

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর বাজারে এক রাতে ১৯ দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২/২) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে।
আজ সকালে সরজমিন ঘটনাস্থল এলাকায় গিয়ে দেখা গেছে, ওই বাজারের আলিফ টেলিকম, সাকিব ইলেক্ট্রনিক্স,সাবাব সাবিহা ফার্মেসি, তাজিম ফার্মেসি, রহুল আমিন শাহ এন্টার প্রাইজ, লিটন কন্সট্রাক্সন, লোকনাথ শিল্পালয়,বর্ষা টেলিকম, প্রদীপ সেলুন, তামসেন স্টোর, সৈনিক ট্রেডার্স সহআরো ৮ টি দোকানে (টংঘর) চুরির ঘটনা ঘটে।
দোকানিরা জানান, এলাকাটি নবীনগরের শেষ সীমানায় ও প্রত্যান্ত অঞ্চল হওয়ায় রাত দশটা কি এগারোটা পর্যন্ত বাজারে মানুষের আনাগোনা থাকলেও এর পরে জনমানবশুন্য মনে হয় বাজারের পরিবেশ। নিরাপত্তার জন্য নেই কোন নৈশ প্রহরী। যার খেশারত দিতে হল এখানকার ১৯ দোকানীকে।
আজ (শুক্রবার) সকালে দোকান খুলতে এসে দোকানিরা নিজেদের প্রতিষ্ঠানের তালা ভাঙ্গা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। ভুক্তভোগী আলিফ টেলিকম এর প্রোপাইটর আলী হোসেন ভূঁইয়া বলেন, অতিতে আমাদের গ্রামে এ ঘটনা ঘটেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা দরকার। এতে করে আমার মত আরো অনেকেই খোয়া যাওয়া মালামাল ফেরত পেলে উপকৃত হব।
স্থানিয় চেয়ারম্যান ফারুক আহাম্মদ বলেন, এটি খুবই দু:খ জনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমি এর তিব্র নিন্দা জানাই। ব্যবসায়ীদের স্বার্থে আইনি সহযোগিতা পেতে ব্যবস্থা নেয়া হবে