বৃহস্পতিবার, ২৯শে জুন, ২০১৭ ইং ১৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সার্চ কমিটিতে নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩১, ২০১৭

---

নির্বাচন কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই। ক্ষমতাসীন আওয়ামী লীগ পাঁচজনের নাম প্রস্তাব করেছে এবং বিএনপিও পাঁচজনের নাম দিয়েছে। তবে দুই দলের প্রস্তাবিত নামগুলো জানা যায়নি।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন। এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচজনের নাম প্রস্তাব করার একটি চিঠি আমরা সার্চ কমিটি বরাবর জমা দিয়েছি।

অপরদিকে আজ প্রায় একই সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এর কাছে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় সাংবাদিকদের রিজভী বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশকে স্থিতিশীল রাখতে বিএনপির পক্ষ থেকে আমি সার্চ কমিটিতে নাম জমা দিয়েছি। প্রস্তাবে কাদের নাম আছে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসনের অফিস থেকে পাঠানো খামে কার নাম আছে আমি নিজেও জানি না।

এর আগে, সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার আগে আজ বিএনপি বিশেষ বৈঠক করে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিনিধি দলের দুই সদস্য, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এবং সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর