রীতি ভেঙে মুখ খুললেন ওবামা
আন্তর্জাতিক ডেস্ক :রীতি অনুযায়ী, কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের কর্মকাণ্ড নিয়ে কখনো মন্তব্য করেন না। সেই রীতি ভেঙেই এবার মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তরের ১০ দিনের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন তিনি।
হোয়াইট হাউস ত্যাগের আগে ওবামা বলেছিলেন, তিনি যদি মনে করেন ট্রাম্প মার্কিনদের মূল মূল্যবোধের ওপর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছেন, তাহলে হয়তো তিনি এটা নিয়ে কথা বলবেন। সেই কথা অনুযায়ীই মুখ খুলেছেন সাবেক এ মার্কিন নেতা।
শুক্রবার মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। সেদিকে ইঙ্গিত করে ওবামা বলেন, নাগরিকরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই সমাবেশ করছেন। তাদের বক্তব্য জনপ্রতিনিধিদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মূল্যবোধ যখন প্রশ্নবিদ্ধ, তখনই এমনটিই হওয়া উচিত।
এদিকে ট্রাম্পের দাবি- ২০১১ সালে ওবামা বেশ কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ওবামার মুখপাত্র কেভিন লুইস বলেন, ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ নাকি ওবামার নির্বাহী আদেশের অনুরূপ- এমন প্রচারণা চলছে।
তিনি বলেন, ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে শুধু ইরাকি শরণার্থীর কথা বলা হয়েছিল। তবে সেখানে নিষেধাজ্ঞা জারি হয়নি।
কেভিন লুইস বলেন, সাবেক নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিষয়ক নীতির সাথে একমত পোষণ করেন না। ওবামা কোনো মানুষের বিশ্বাস ও ধর্মের প্রতি বিদ্বেষ দেখানো নিয়ে মৌলিকভাবে দ্বিমত পোষণ করেন।