শুক্রবার, ৩রা ফেব্রুয়ারি, ২০১৭ ইং ২১শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় সোনালী ব্যাংকের ১৭ কোটি টাকা আত্মসাত : আখাউড়া শাখার কর্মকর্তা আটক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৩০, ২০১৭

নিজস্ব প্রতিবেদক সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংক আখাউড়া শাখার সিনিয়র অফিসার মোতাহার হোসেন মোল্লাকে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দূদক)। সোমবার দুপুরে দূর্নীতি দমন কমিশন (দূদক) কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মোতাহার হোসেন মোল্লাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সোনালী ব্যাংক শাখা থেকে থানা পুলিশের সহায়তায় আটক করে। মোতাহার হোসেন মোল্লার বাড়ি আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টনকী গ্রামে।
দূদক কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখায় কর্মরত থাকাকালীন মোতাহার হোসেন মোল্লা পেনশনভোগীদের প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের সাথে জড়িত ছিল। অর্থআত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১২ অক্টোবর তার নামে কুমিল্লা অঞ্চলের পরিচালক নূরুল হুদা বাদী হয়ে দূদকে মামলা দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর