আসামে সিরিজ বোমা হামলা
আন্তর্জাতিক ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে ভারতের উত্তরপূর্বের রাজ্য আসামে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে চারাইদিও জেলার একটি মাঠে ও একটি পেট্রোল পাম্পের কাছে জোড়া বোমার বিস্ফোরণ ঘটে। এর ঠিক ২০ মিনিট পরে নাজিরা এলাকায় আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ছয়টিরও বেশি বোমা বিস্ফোরিত হয়েছে। এগুলোর মধ্যে দুটি চারাইদিও জেলায়, একটি লেংগিবরে, একটি পানিজানের একটি পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরিত হয়েছে। এছাড়া জলংগর চা বাগান এলাকায় আরো একটি বোমার বিস্ফোরণ ঘটেছে।
আসামে সরকারের সঙ্গে শান্তি আলোচনায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) বিরোধী পক্ষটি এ বোমা হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। এর আগে বুধবার তারা হুমকি দিয়েছিল, প্রজাতন্ত্র দিবসে রাজ্যের বিভিন্ন স্থানে হামলা চালানো হবে।