রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

রংপুরে ব্যবসায়ী হত্যায় ৪ জনের ফাঁসির আদেশ

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছা উপজেলায় স্টুডিও এবং মোটরসাইকেল ব্যবসায়ী চুন্নু মিয়া হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড এবং একজনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এক আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার মহিষমারী গ্রামের ইসাহাক আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার জুয়েল, সুমন ও বগুড়ার মাটিঢালী এলাকার শাহীন। এছাড়া মাটিঢালী এলাকার আলম নামে অপর এক আসামির ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সিরাজুল ছাড়া বাকি আসামিরা পলাতক।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, চুন্নু মিয়ার সঙ্গে আসামি সিরাজুল ইসলামের ব্যবসা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট রাতে পরিকল্পিতভাবে অপর আসামিদের সহযোগিতায় কুপিয়ে হত্যা করা হয় চুন্নু মিয়াকে। এ ঘটনায় নিহতের ভাই আলতাব হোসেন বাদী হয়ে ২৫ আগস্ট পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

  • রাউধাকে হত্যা করা হয়েছে: বাবার দাবিরাউধাকে হত্যা করা হয়েছে: বাবার দাবি
  • বুলবুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  • মেয়রপদে যাওয়ার পথ খুলল আরিফুলের
  • বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিতবুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত
  • এবার মেহেরপুরের দুই জনপ্রতিনিধির বরখাস্তের আদেশ স্থগিত
  • আতিয়া মহলে পড়ে থাকা দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন