রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

ছেলেদের মৃত্যু চেয়ে বাবার চিঠি!‌

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৫, ২০১৭

অনলাইন ডেস্ক : ছেলেদের মৃত্যু চান বাবা!‌ এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে নাতিও।

অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটা সত্যি। মেহেরপুরের ফল বিক্রেতা লোফাজ্জেল হোসেন চিঠি লিখে এমনই অনুমতি চেয়েছেন মেহেরপুরের ডেপুটি কমিশনারের কাছে। লোফাজ্জেলের দুই ছেলে আবদুস সাবুর, রহিনুল ইসলাম এবং নাতি সৌরভ হোসেন ছোটবেলা থেকেই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত।

চিকিৎসার খরচ আর বহন করতে পারছেন না ফল বিক্রেতা লোফাজ্জেল। চিঠিতে লোফাজ্জেল লিখেছেন, ‘‌আমার দুই ছেলে এবং নাতি দুরারোগ্য পেশির ব্যধিতে আক্রান্ত। এই রোগ সাধারণত কিশোর বয়সেই শরীরে বাসা বাঁধে, আর এ থেকে সুস্থ হওয়ার কোনো আশাই আর থাকে না। চিকিৎসার বিপুল খরচ আর বহন করতে পারছি না। সরকার হয় তাদের চিকিৎসার খরচ দিক। নয়তো মেরে ফেলার অনুমতি দিক।’‌

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লোফাজ্জেলের বাড়িতে প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। তারা সব কিছু খতিয়ে দেখে সরকারকে বিস্তারিত জানিয়েছে। যদিও লোফাজ্জেলের দুর্দশার এখানেই শেষ নয়। তাঁর স্ত্রী মানসিক প্রতিবন্ধী। একমাত্র মেয়ে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে বাবার কাছেই থাকেন। হাজারো চিন্তায় হতাশা গ্রাস করেছে লোফাজ্জেলকে।