রবিবার, ২৩শে এপ্রিল, ২০১৭ ইং ১০ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

আখিঁকে সাময়িক বরখাস্থ ॥ হরিপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন দ্বীন ইসলাম

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৩, ২০১৭

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।।নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দেওয়ান আতিকুর রহমান আখিঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ২০০৯ এর দ্বারা ৩৪(১) মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্থ করা হয়েছে। নাসিরনগর উপজেলায় গত ৩০ অক্টোবর ২০১৬ তারিখে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং বাড়িঘর ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় তাঁকে সাময়িক বরখাস্থ করে মন্ত্রণালয়। ওই পত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের আওতাভূক্ত অপরাধ করায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্থ করা হলো। ১৫ জানুয়ারি আদেশে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ মাহবুবর রহমান স্বাক্ষরিত ৪৬.০০.১২০০.০১৭.২৭.০০১.১৬.৩৭ নং স্মারকে দেওয়ান আতিকুর রহমান আখিঁকে সাময়িকভাবে বরখাস্থ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিয়াকত আলী জানায় ‘আমি বরখাস্থের বিষয়টির অফিস আদেশ আজ সোমবার পেরেছি। উল্লেখ্য, ৫ জানুয়ারি ভোরে ঢাকার ভাটারা এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮টি পৃথক মামলা করা হয়।

এদিকে আজই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলামের সভাপতিত্বে হরিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্টিত হয়। এ সময় তিন জন মহিলা ও ৮ জন পুরুষ ইউপি সদস্য উপস্থিত ছিলেন । উপস্থিত সকল সদস্যরা সর্বসম্মতিক্রমে মো: দ্বীন ইসলামকে প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) নির্বাচিত করেন।দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম বলেন, সকলের সহযোগিতা নিয়ে হরিপুরের উন্নয়ন অব্যাহত রাখা হবে।