নাসিরনগরে নিবন্ধিত জেলের মধ্যে জাল ও সেলাই মেশিন বিতরণ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে’এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩৮০জন নিবন্ধিত জেলের মধ্যে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ অনুষ্ঠান উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প পরিচালক মোঃ জাহিদ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মো: আবুল হাসেম,প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাতি আকতার হোসেন ভুইয়া,ভিটাডুবি ধীবর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শিশির দাস,ইউপি সদস্য নগেন্দ্র দাস প্রমূখ।অনুষ্ঠানে মৎস্যজীবীসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিবন্ধিত ৩০০ জেলের মধ্যে বিনামূল্যে ১০টি বেড় জাল ও ৮০জন জেলের মধ্যে ৮০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।