সোমবার, ১লা মে, ২০১৭ ইং ১৮ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে ভিজিডি’র তালিকা তদন্তে ইউএনও তালিকায় স্বচ্ছলরা

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৮, ২০১৭

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে অসহায় দুঃস্থ মহিলাদের জন্য বরাদ্ধকৃত ভিজিডি (ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কর্মসূচির তালিকা চুড়াস্ত করেছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। বেশ কয়েকটি ইউনিয়নের তালিকায় অনিয়ম ও টাকা লেনদেনের বিষয়ে একাধিক লিখিত অভিযোগ এসেছে নির্বাহী কর্মকর্তার কাছে। বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নেন ইউএনও। গতকাল বুধবার থেকে তদন্ত টীম নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। শুরুতেই অনিয়ম পাওয়ার কথা জানিয়ে ইউএনও বলেন, পর্যায়ক্রমে সবকটি ইউনিয়নেই তদন্ত করা হবে। এ তালিকা হবে একেবারে স্বচ্ছ। নির্বাহী কর্মকর্তার দফতর ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার ৯ টি ইউনিয়নে এবার ১ হাজার ৬৫৯ জন দুস্থ্য মহিলা ভিজিডি কর্মসূচির তালিকাভূক্ত হয়েছে। এর মধ্যে অরুয়াইলে ২১৫ জন, পাকশিমুলে ২২২ জন, চুন্টায় ২০০ জন, সরাইল সদরে ২১৬ জন, কালিকচ্ছে ১৫০ জন, নোয়াগাঁওয়ে ১৫৭ জন, পানিশ্বরে ১৮৬ জন, শাহবাজপুরে ১৫৬ জন ও শাহজাদাপুরে ১৫৭ জনের বরাদ্ধ রয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক ভাতা ভোগী প্রতি মাসে পাবেন ৩০ কেজি চাউল।

তালিকাটি মূলত: প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সমন্বয়ে তৈরী হয়েছে। সবকটি ইউনিয়নের তালিকার কাজ শেষের দিকে। তবে এবার তালিকা নিয়ে মাঠ পর্যায়ে ব্যপক সমালোচনার পাশাপাশি কয়েকটি ইউনিয়নে অনিয়মের অভিযোগ এনে একাধিক ব্যক্তি ইউএনও বরাবর আবেদন করেছেন। তালিকা থেকে বাদ যাওয়ার শঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে একাধিক দুস্থ্য মহিলা জানান, প্রত্যেকটি কার্ডের জন্য ৩-৪ হাজার টাকা গুনতে হয়েছে। অনেকে সুদে টাকা এনেছেন। গতকাল ওই তালিকা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভাতা ভোগী যাচাই বাচাই কমিটির সভাপতি সৈয়দা নাহিদা হাবিবার নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত টীম যায় নোয়াগাঁও ইউনিয়নে। কমিটির অন্য সদস্যরা হলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, মৎস উন্নয়ন সম্প্রসারন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পরিসংখ্যাণ কর্মকর্তা মোঃ মঞ্জু মিয়া ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ভূঁইয়া। তদন্ত কমিটি সেখানে কিছু অনিয়ম পেয়েছেন। ইউএনও বলেন, একেবারে অস্বচ্ছল অসহায় দরিদ্র মহিলাদের জন্য সরকারের এ কর্মসূচি। কিন্তু সেখানে গিয়ে দেখলাম কিছু স্বচ্ছল মহিলাকে তালিকাভূক্ত করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে উপজেলা সব গুলো ইউনিয়নের তালিকা তদন্ত করে দেখব।