নাসিরনগরে ঘটনা : আহাদ ফের একদিনের রিমান্ডে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহাদকে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানান। পরে শুনানি শেষে আদালতের বিচারক শফিকুল ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।