প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে টাইগার পেসার তাসকিন আহমেদের। টি-টোয়েন্টিতে ভালো করার পর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনের। স্পেশাল স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকেও একাদশে দেখা যেতে পারে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকবেন তাইজুল ইসলাম। এদিন টেস্ট ক্রিকেট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে শুভাশিস রায়েরও।
অন্যদিকে, তিন পেসার নিয়ে মাঠে নামতে পারে নিউজিল্যান্ড। এই তিন পেসার হলেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও নেইল ওয়াগনার। ক্রিকইনফো সূত্র অনুযায়ী প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখে নেয়া যাক।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, অধিনায়ক), সাব্বির রহমান/সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন/কামরুল ইসলাম রাব্বী, তাসকিন আহমেদ, শুভাশিস রায়।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার।