বুধবার, ১১ই জানুয়ারি, ২০১৭ ইং ২৮শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

‘এমপি লিটন হত্যাকারীদের সনাক্ত করবে পুলিশ’

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১০, ২০১৭

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘অতীতে আমাদের যে সাফল্য তাতে আমরা আশাবাদী। কিছুটা সময় নিলেও এমপি লিটন হত্যাকারীদের সনাক্ত করতে পারবে পুলিশ।’

 

মঙ্গলবার বেলা ১টায় রংপুরে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশের সকল সংস্থা নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সাথে এ হত্যাকাণ্ডের তদন্ত করছে। ইতিপূর্বে যত জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা আমরা উদঘাটন করেছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখেই এমপি লিটন হত্যার তদন্ত কাজ চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এটা দেশে বিদেশে সকলেই স্বীকার করে।

পরে তিনি মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হন। এসময় তিনি রংপুর রেঞ্জে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ করেন।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

  • নিরাপত্তা চাদরে রাজধানী
  • ১ কেজি ইলিশ কিনতে ৮ মণ আলু বিক্রি
  • প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী
  • মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৪ মার্চ
  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • ১২ বছরে সড়কে প্রাণ গেল ৫৭ হাজার ২২৬ জনের১২ বছরে সড়কে প্রাণ গেল ৫৭ হাজার ২২৬ জনের