এক বনে দুই বাঘ : ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন পদ নিয়ে সংকট
---
এক চেয়ার, সিভিল সার্জন দুইটি। পদ নিয়ে শুরু হয়েছে দুই চিকিৎসকের টানাটানি। ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন পদে ডা. আবু ছালেহ মোহাম্মদ মুসা খানকে মন্ত্রণালয় থেকে নিয়োগ দেয়া হলেও তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না বলে অভিযোগ তার। পদটি আঁকড়ে ধরে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা মোহাম্মদ শাহ আলম।
গত ২৭ ডিসেম্বর, মন্ত্রণালয় থেকে ডা.আবু ছালেহ মোহাম্মদ মুসা খানকে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। তাকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পর যোগদান করতে বলা হয়। এদিকে ২৯ ডিসেম্বর বিদায়ী সিভিল সার্জন হাসিনা আক্তারের কাছ থেকে একদিনের জন্য অস্থায়ী দায়িত্ব নেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
২ জানুয়ারি মুসা খান দায়িত্ব নিতে গেলে বুঝিয়ে দেন নি শাহ আলম। এরপর থেকে একই কক্ষে অফিস করছেন দু’জন। শাহ আলমের দাবি, মুসা খান সরকারি দলের সমর্থক নন। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কিছু না জানার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে মুসা খানের দাবি, ড্যাব সদস্যের অভিযোগ অসত্য। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। সিভিল সার্জন হতে হলে সরকার দলীয় রাজনীতি করা জরুরি কি না- এমন প্রশ্নের সদুত্তর দেননি মোহাম্মদ শাহ আলম। সূত্র: ইনডিপেন্ডেন্ট টিভি