শনিবার, ৭ই জানুয়ারি, ২০১৭ ইং ২৪শে পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ

মতিউর রহমান চৌধুরীর আরোগ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদে দোয়া

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৬, ২০১৭

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া: দেশের বরেন্য সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে দোয়া হয়েছে। জেলা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা বেলায়েত উল্লাহ নূর। অন্যান্যের মধ্যে এখানে উপস্থিত ছিলেন জেলা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আশিকুল ইসলাম। জামিয়া সিরাজীয়া দারুল উলুম ভাদুঘর মাদ্রাসা মসজিদে দোয়া পরিচালনা করেন এই মসজিদের খতিব জেলার শীর্ষস্থানীয় আলেম ব্রাহ্মণবাড়িয়ার বড়হজুর পুত্র মাওলানা মনিরুজ্জামান সিরাজী, জেলার বড় মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মসজিদে দোয়া পরিচালনা করেন এর খতিব হাফেজ জুবায়ের আহমেদ নুহ, শহরের টেংকের পাড় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন খতিব মুফতী মোবারক উল্লাহ, কুমারশীল মোড় মদিনা মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জুনাইদ আইয়ুবী,কাজীপাড়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা আল আমিন। এখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী এনামুল হাসান। শহরের মধ্যপাড়া বাসষ্ট্যান্ড মসজিদে দোয়া পরিচালনা করেন মুফতী আবদুল হক,পাওয়ার হাউজ রোড মসজিদে দোয়া পরিচালনা করেন এর খতিব হাফেজ মো: ইদ্রিস, হকার্স মার্কেট জামে মসজিদে দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা আহসান উল্লাহ,নবীনগর উপজেলার জালশুকা মোল্লাবাড়ি জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব ও বড়াইল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মহসিনুল করিম হারুনী,নাটঘর ইউনিয়নের চরিলাম পশ্চিম পাড়া জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান,সদর উপজেলার সোহাতা শ্রীরামপুর দারুস সালাম জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হাফেজ আবদুল আজিজ।

উল্লেখ্য, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৮ শে ডিসেম্বর মতিউর রহমান চৌধুরী অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। তিনি হ্নদরোগে ভুগছেন। ৩০ শে ডিসেম্বর সকালে উন্নত চিকিৎসার জন্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নিয়ে যাওয়া হয়।