এশাকে নিয়ে আয়েশার স্বামীর অশালীন মন্তব্য
বিনোদন ডেস্ক : বর্ষবরণের রাতে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে যৌন হয়রানির ঘটনায় বর্তমানে উত্তাল ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ।
এদিকে এ ঘটনায় ভারতের সমাজবাদী পার্টির মু্ম্বাই ইউনিটের প্রধান আবু আজমির মন্তব্যে করে বলেন, ‘আধুনিক যুগে নারীরা যত কম পোশাক পরেন তাদের যত আধুনিক মনে করা হয়। যদি আমার বোন ও মেয়ে ৩১ ডিসেম্বর রাতে স্বামী এবং ভাই ব্যতীত অন্য পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করে আমার মতে তা ঠিক না।’
আবু আজমির এমন মন্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। এ মন্তব্যের প্রতিবাদ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জান্নাত-টু খ্যাত এ অভিনেত্রী লিখেছেন, ‘পুরো ঘটনায় কেবল একজন নারীকেই দায়ী করা চলে এবং তিনি আবু আজমির মা, যিনি নিজের অজান্তেই আবুর মতো একজন সন্তানকে জন্ম দেওয়ার জন্য হয়তো নিজেকে দোষারোপ করতেন।’
বাবা সম্পর্কে এশার এমন মন্তব্যে চুপ থাকেননি বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়ার স্বামী ও বাবু আজমির ছেলে ফারহান আজমি। এশাকে ইঙ্গিত করে পাল্টা একটি টুইটে তিনি লিখেন, ‘যারা শরীর বিক্রি করে উপার্জন করে তাদের আমরা পতিতা বলে অপমান করে থাকি। আর যারা সিনেমায় কোটি মানুষের সামনে নিজের শরীর দেখায় তাদের সম্মান করি।’
এদিকে শ্বশুরের এমন মন্তব্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন আয়েশা টাকিয়া। টুইটে তিনি লিখেছেন, ‘আমার শ্বশুরের বক্তব্য যা আমি পড়েছি যদি সত্যি হয় তাহলে আমি এবং ফারহান খুবই লজ্জিত। আমাদের মনমানসিকতা এমন নয়। এটি নারীদের প্রতি অসম্মানজনক। যদি এই বক্তব্য সত্যি হয় তাহলে এটি খুবই দুঃখের।’
তবে তার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠলেও নিজের অবস্থানে অটল বাবু আজমি। তিনি বলেছেন, ‘পেট্রোলের পাশে যদি আগুন থাকে তাহলে সেটি পুড়বেই, চিনি দেখলে পিঁপড়া আসবেই। অনেকেই আমার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন, সবই ঠিক আছে কারণ এটি সত্য।’