চীনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিল রাশিয়া, উদ্বিগ্ন ভারত
---
আন্তর্জাতিক ডেস্ক :চীনকে অত্যাধুনিক এসইউ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া। ২৫ ডিসেম্বর দুটি সুখোই ৩৫ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদপত্র পিপল’স ডেইলি। আর তাতে ভারত আরো চাপে পড়ে গেল। রাশিয়ার যুদ্ধবিমান এস ইউ ৩০ ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। পঞ্চম প্রজন্মের এস ইউ ৩৫ তারই উন্নত সংস্করণ।
চীনকে যাতে এই যুদ্ধবিমান দেয়া না হয়, তার জন্য অনেক দেশই তদ্বির করেছে। ভারতও নাকি ছিল সেই তালিকায়। তাই দু বছর ধরে সরবরাহ নিয়ে টালবাহানা জারি রেখেছিল মস্কো। সম্প্রতি হুয়াই এয়ার শো–তে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে ২০ যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে চীন। রাশিয়ার ভয়, হয়ত চীন এবার সুখোই ৩৫–এর কেনার চুক্তি বাতিল করবে। বিপুল খরচ করে চীন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে।
সূত্রের খবর, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক জে ১৫ যুদ্ধবিমান সেনেবাহিনীতে যুক্ত করেছে তারা। জে ২০ তারই উন্নত সংস্করণ। তবে অনেকেই বলছেন, মস্কোর সঙ্গে বেইজিং–এর নতুন করে সুসম্পর্ক তৈরি হচ্ছে। সেই কারণেই এবার তাদের এস ইউ ৩৫ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে মস্কো।