g প্রিমিয়ার লিগ : আবাহনীর হাতে শিরোপা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ৯ই অক্টোবর, ২০১৭ ইং ২৪শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগ : আবাহনীর হাতে শিরোপা

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৩০, ২০১৬
news-image

---

এক ম্যাচ হাতে রেখে গত ম্যাচেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড। জয় দিয়ে শেষটাও রাঙিয়ে নিলো জর্জ কোটানের দল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হতে আবাহনী ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচটি আবাহনীর জন্য ছিল শুধু অপরাজিত থাকার চ্যালেঞ্জ। প্রথম লেগেও রহমতগঞ্জকে হারিয়েছিল আবাহনী। সেবার ২-০ গোলে জিতেছিল জর্জ কোটানের ছাত্ররা।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ঐতিহ্যবাহী ক্লাবটি শুরুতে পিছিয়ে পড়ে। তবে, নাবীব নেওয়াজ জীবন আর জোনাথনের গোলে রহমতগঞ্জকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় আবাহনী। দুটি গোল করেন জীবন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন সিও জুনাপিও।

অপরাজিত থেকেই আবাহনীর হাতে শিরোপাম্যাচের ২২তম মিনিটে সিও জুনাপিওর হেডে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা জেতা আবাহনীকে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান জীবন। ৬০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন জীবন। আর যোগ করা সময়ে জোনাথন গোল করলে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারিরা।

সর্বোচ্চ ৫২ পয়েণ্ট নিয়ে এবারের প্রিমিয়ার লিগ শেষ করলো আবাহনী। ২২ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্র নিয়ে আসর শেষ করল জর্জ কোটানের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর