অনলাইন ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান থেকে বাঁচতে প্রায় ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন (আইওএম)।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘গত ৯ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২১ হাজার রোহিঙ্গা কক্সবাজারে পৌঁছেছে।’ এর আগে মিয়ামনমার থেকে বাংলাদেশে ১০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানিয়েছিল জাতিসংঘ।
গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলার পর সেখানে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলা চালিয়েছে বলে দাবি মিয়ানমার সরকারের।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রচার করায় গণমাধ্যমেরও নিন্দা জানিয়ে আসেছে তারা। এর আগে জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যায়িত করায় সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে মিয়ানমার।
রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে র্যালি করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সম্প্রদায়টির ওপর অভিযানকে তিনি ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতে, রোহিঙ্গারা সম্ভবত মানবতাবিরোধী অপরাধের শিকার। সূত্র: ইন্ডিপেনডেন্ট