৮ই ডিসেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ২৪শে অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী সবচেয়ে ব্যয়বহুল ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ প্রকল্প অনুমোদন


ফাইনালে ঢাকা, বুধবারের অপেক্ষায় খুলনা


Amaderbrahmanbaria.com : - ০৬.১২.২০১৬

নিজস্ব প্রতিবেদক : খুলনা টাইটানকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ বল বাকি থাকতেই ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। ফলে ৫৪ রানের বিশাল জয় পায় ঢাকা।তবে হেরে গেলেও বিপিএলের শিরোপা লড়াইয়ে খুলনার আশা এখনো শেষ হয়ে যায়নি।

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী কিংসের বিপক্ষে জয়ী হলেই শুক্রবারের ফাইনালে ঢাকার বিপক্ষে শিরোপা-যুদ্ধে নামবে তারা।

ওপেনিং জুটিতে ৩৪ রান তুলে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ হাসানুজ্জামান। পাওয়ার প্লে’র শেষ ওভারে (ষষ্ঠ) ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। ওয়াইড বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ফ্লেচার (২৮)।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন আন্দ্রে ‍রাসেল। মাহমুদউল্লাহ রিয়াদের (৫) পর হাসানুজ্জামানকে (৫) সাজঘরে পাঠান ক্যারিবীয় অলরাউন্ডার। বেনি হাওয়েলকে (৪) এলবিডব্লু করে উইকেটের খাতায় নাম লেখান বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলাম।

দশম ওভারে নিজের বলে নিজেই আব্দুল মজিদের (৭) ক্যাচ তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন। দলীয় ৫৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখেই পড়ে খুলনা। ১৫ রান যোগ হতেই নিকোলাস পুরানকে (৯) ডোয়াইন ব্রাভোর ক্যাচবন্দি করেন আবু জায়েদ।

এর আগে দলীয় ৬৫ রানে পাঁচ উইকেট হারালেও ঝড়ো ব্যাটিংয়ে দলকে মাঝারি পুঁজি এনে দেন আন্দ্রে রাসেল। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে আট উইকেট হারিয়ে ১৪০ রান তোলে ঢাকা।

সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইটানস।

এদিকে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে তামিম-গেইলের চিটাগং ভাইকিংস। ১৪৩ রানের লক্ষ্যে ৯৪ রানে সাত উইকেট হারালেও চিটাগংয়ের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ড্যারেন স্যামি। ঝড়ো ব্যাটিংয়ে ৫৫ রানে (২৭ বল) অপরাজিত থেকে রাজশাহী কিংসকে কোয়ালিফায়ারে নিয়ে যান ক্যারিবীয় তারকা।

Loading...

সাকিবদের হারিয়েই শেষ চারের টিকিট পায় খুলনা। বাঁচা-মরার ম্যাচটিতে (৪ ডিসেম্বর) ছয় উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে দুইয়ে উঠে আসে মাহমুদউল্লাহর দল। এটি ছিল রাউন্ড রবিন পর্বের শেষ (৪২তম) ম্যাচ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close