মঙ্গলবার, ২৬শে ডিসেম্বর, ২০১৭ ইং ১২ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ঘুমন্ত গার্লফ্রেন্ডের শরীরে সাপ ছেড়ে রসিকতা! (ভিডিওসহ)

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৪, ২০১৬

33688-body-snakeamarsangbadঅনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে একজন চা-বিক্রেতাও আচমকাই সুপার মডেল হয়ে যেতে পারেন। কোনো এক অজানা ‘সোনম গুপ্তা’কে নিয়ে চর্চা শুরু হয়ে যেতে পারে। আসলেই তাঁর কোনো অস্তিত্ব রয়েছে কিনা, তা না জেনেই ট্রেন্ডিং শুরু হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই হুজুগের শেষ কোথায়! সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারদের নজর কাড়তে এমন অনেক কিছু করা হয়, যা সমস্ত সীমা লঙ্ঘণ করে। কেউ বিপজ্জনক স্টান্ট করেন, আবার কেউ অন্যকে বিপদে ফেলে দেন।

এমনই একজন চমক দিতে বিপদে ফেললেন তাঁর গার্লফ্রেন্ডকে। তিনি দুই বন্ধুকে দিয়ে বয়ে আনলেন দুটি বিশালাকার সাপ। ঘরে তখন গভীর ঘুমে তাঁর গার্লফ্রেন্ড। ওই অবস্থাতেই তাঁর গায়ে ছেড়ে দেয়া হল সাপ দুটি। পাশাপাশি ক্যামেরা দিয়ে ছবিও তুলতে শুরু করলেন ওই ব্যক্তি ও তাঁর সঙ্গীরা।

ঘুম ভেঙে দুটি বিশাল সাপ দেখে আঁতকে ওঠেন ওই নারী। চিত্কার জুড়ে দেন তিনি। কিন্তু তাঁর বয়ফ্রেন্ড ও সঙ্গীরা নিজেদের মধ্যে মজামস্করা করে ছবি তুলতেই ব্যস্ত থাকলেন। নারীর ততক্ষণে আতঙ্কে হার্টফেল করার যোগাড়।

শেষ পর্যন্ত সাপ দুটি সরিয়ে নেয়া হয়। ততক্ষণেও আতঙ্ক কাটেনি ওই নারীর। বয়ফ্রেন্ড কাছে গিয়ে সান্তনা দিতে এলে লাথিও ছুঁড়তে দেখা যায়।

এ ধরনের মজামস্করা আদৌ সঠিক নয়। কারণ, ওই নারী হয়তো আতঙ্কে মারাও যেতে পারতেন। এটাকে খুনের চেষ্টার সামিল বলেও অভিহিত করা যায়।

সূত্র: এবিপি আনন্দ

এ জাতীয় আরও খবর

  • চলতি সপ্তাহে হতে পারে নিজামীর রায়চলতি সপ্তাহে হতে পারে নিজামীর রায়
  • বাংলাদেশে এসে সবার খেলা উচিত : কুকবাংলাদেশে এসে সবার খেলা উচিত : কুক
  • যে কারণে খাবেন আঙুরযে কারণে খাবেন আঙুর
  • রূপচর্চায় বেছে নিন মৌসুমী ফলরূপচর্চায় বেছে নিন মৌসুমী ফল
  • দেশে ফিরছেন সাকিব!দেশে ফিরছেন সাকিব!
  • ‘পাষাণ’ নায়িকা পরীমনি‘পাষাণ’ নায়িকা পরীমনি
  • নবীনগরে বিনামূল্যে ৪০০ জেলের মাঝে জাল বিতরণনবীনগরে বিনামূল্যে ৪০০ জেলের মাঝে জাল বিতরণ
  • বইমেলায় সোপানুল ইসলাম সোপানের উপন্যাস ‘মনের নির্বাসন’বইমেলায় সোপানুল ইসলাম সোপানের উপন্যাস ‘মনের নির্বাসন’
  • কঙ্গোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৭ বুরুন্ডি শরণার্থী নিহতকঙ্গোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৭ বুরুন্ডি শরণার্থী নিহত
  • শাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশশাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ব্রাহ্মণবাড়িয়াস্থ আওয়ামী বাস্তুহারালীগের আলোচনা সভা অনুষ্ঠিতব্রাহ্মণবাড়িয়াস্থ আওয়ামী বাস্তুহারালীগের আলোচনা সভা অনুষ্ঠিত
  • নখ জানান দেবে অসুখের কথা!নখ জানান দেবে অসুখের কথা!