শুক্রবার, ১লা জুন, ২০১৮ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

বিশেষ সম্মাননা পাচ্ছেন শাকিব-অপু

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রাঙ্গনের অনেক গুণী শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ক্লাবটির ২০ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার এফডিসির ৮ নম্বর ফ্লোরে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ক্লাবটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা পাবেন শাকিব খান ও অপু বিশ্বাস। ঢালিউডের জনপ্রিয় এই জুটি একসঙ্গে ৭০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের কার্যকরী পরিষদের সদস্য অপূর্ব এনটিভি অনলাইন বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসকে অন্যান্য গুণী শিল্পীর সঙ্গে পুরস্কৃত করা হবে। আমরা তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছি। তবে তাঁরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, এ বিষয়ে আমার নিশ্চিত নই।’

শাকিব-অপু ছাড়াও যে গুণী ব্যক্তিরা পুরস্কার পাবেন তাঁরা হলেন—নায়করাজ রাজ্জাক (বিশেষ মরণোত্তর পুরস্কার), ঐতিহ্যবাহী সিনেমা হল লায়ন, সিনিয়র চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সাহিত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, সর্বাধিক চলচ্চিত্র গীত রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, সর্বাধিক চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আকবর হোসেন পাঠান ফারুক, প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ, বিশিষ্ট চলচ্চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জল, বাংলা চলচ্চিত্রের মারপিট দৃশ্যের প্রবর্তক জ্যাম্বস গ্রুপ, সর্বাধিক চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সর্বাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গ্রাহক মাহফুজুর রহমান খান, প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা, সর্বাধিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরি প্রমুখ।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তিতে এ পর্যন্ত সাতজন প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, তাঁদেরও দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠান উপলক্ষে চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি রঙিন স্যুভেনির প্রকাশ হবে।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

‘পরিবারের সাথে থাকি, লিভ টুগেদার বিশ্বাস করিনা’

পাকিস্তানে নিষিদ্ধ কারিনা-সোনমের ‘ভিরে ডি ওয়েডিং’

‘এবং পূর্ণিমা’র আড্ডায় শাফিন আহমেদ

মেয়ের সঙ্গে ছবি নিয়ে সমালোচনার মুখে আমির খান

কিম কার্দাশিয়ানের সঙ্গে দারুণ বৈঠক সারলেন ট্রাম্প

ভোগ’এর প্রচ্ছদে সৌদি রাজকুমারি হায়ফা