বিশেষ প্রতিনিধি : গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসি। গতকাল (০৭অক্টোবর)বিকাল চারটা থেকে হঠাৎ বন্ধ হয়ে পৌর সভার কয়েকটি ওয়ার্ডের আবাসিক গ্যাস সংযোগ। বিশেষ করে ৯নং ওয়ার্ডের বেশি দূর্ভোগ পোহাতে হয়েছে। এতে করে চরম দূর্ভোগে পড়ে সাধারণ গ্রাহকরা। কোন ধরণের নূন্যতম মাইকিং অথবা কারণ ছাড়া গ্যাস সংযোগ বন্ধ থাকে প্রায় ১০ ঘন্টার মত। এতে ঘরের স্বাভাবিক রান্না-বান্নার কাজ কর্ম করতে বেশ বেগ পেতে হয়েছে গৃহিণীর দের। আজ রাত অনুমানিক ২টার পরে গ্যাস লাইনে গ্যাস আসে। কিন্তুু ঘরের মহিলাদের আতংক কাটেনি। তাই আজ ভোর রাতে উঠেই গৃহিণীরা পরিবারের জন্য সকালের নাস্তা বানাতে শুরু করে। কখন আবার চলে যায় গ্যাস। কি কারণে এত দীর্ঘ সময় আবাসিক লাইনগুলোতে গ্যাস সংযোগ বন্ধ ছিল তা ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের (সিও) সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল নাম্বার কেউ ধরেনি।