২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


আজ থেকে জাতীয় নাট্যোৎসব শুরু


Amaderbrahmanbaria.com : - ২৪.০৯.২০১৬

 
নিজস্ব প্রতিবেদক :‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ স্লোগানকে ধারণ করে আজ শনিবার সন্ধ্যা থেকে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামন নূর এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান স্বাগত বক্তৃতা দেবেন।
আজ থেকে জাতীয় নাট্যোৎসব শুরু
উৎসবে ঢাকা মহানগরীর ৩৩টি এবং দেশের ৮টি বিভাগের ২৭টিসহ মোট ৬০টি নাটকের দল অংশ নেবে। কাল থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় এ নাট্যোৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও হল ও মহিলা সমিতি মিলনায়তন, এ ৪টি মঞ্চে পরিবেশিত হবে উৎসবের নাটকগুলো।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close