নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বর্তমান ও ভবিষৎ প্রজন্মেও জন্য পরিবেশ সংরক্ষণের জন্য সকলকে সচেতন ভ’মিকা রাখার জন্য আহবান জানান হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ রইছউল আলম মন্ডল,বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ জাফর সিদ্দিকী, চট্রগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মাসুদ করিম।
নবাগত জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা , বিভিন্ন বিভাগের প্রধান , বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক,ইটভাটা মালিক, সহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। সভায় স্বাগত জানান পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোঃ রাজিব।
সভায় পরিবেশ সংক্রান্ত নানাবিদ সমস্যা, এর সমাধান কল্পে পরিকল্পনা উদ্যোগ, পরিবেশ রক্ষায় করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে ব্যর্থ হলে কোন উন্নয়নেরই সুফল পাওয়া যাবে না, বর্তমান সহ ভবিষৎ প্রজন্মের জীবনাচার ব্যাহত হবে। তাই সম্মিলিতভাবে সামজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।