২৬শে সেপ্টেম্বর, ২০১৬ ইং, সোমবার ১১ই আশ্বিন, ১৪২৩ বঙ্গাব্দ


আসামে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত


Amaderbrahmanbaria.com : - ২৩.০৯.২০১৬

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের আসামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ৬ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ প্রধান দেবজিত দেউরি মিডিয়াকে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন নিরাপত্তা বাহিনী আসামের দুর্গম অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর আস্তানায় অভিযান চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেপিএলটি’র (দ্য কারবি পিপলস লিবারেশন টাইগার্স) দুই শীর্ষনেতাসহ ৬ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় নিরাত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রেনেড ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জব্দ করা হয়েছে বলেও জানান দেবজিত দেউরি। কারবি উপজাতির জনগোষ্ঠী ওই এলাকায় স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। এ অঞ্চলে এক ডজনেরও বেশি উপজাতি গোষ্ঠী নিজেদের স্বাধীন ভূখণ্ডের জন্য লড়াই করছে। প্রায়ই তারা নিজেদের মধ্যেও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়।গত আগস্ট মাসে আসামের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের ৬ জঙ্গি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close