হজযাত্রীদের জন্য ‘স্মার্ট ছাতা’
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৩, ২০১৬
---
আন্তর্জাতিক ডেস্ক :মরুর দেশ সউদি আরবের আবহাওয়া এমনিতেই বেশ তপ্ত। ফলে প্রায়-বৃক্ষহীন, বৃষ্টিবিহীন দেশটিতে হজ করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক হজযাত্রীকে বেশ কষ্ট পোহাতে হয়। অবশ্য, সউদি সরকার ও জনগণ হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ হিসেবে গণ্য করেন এবং তাদের সব রকম অসুবিধা দূর করতে আন্তরিকভাবে সচেষ্ট থাকেন।
সেই আন্তরিকতার অংশ হিসেবে একটি সউদি-প্যালেস্টাইনি প্রতিষ্ঠান এবার উদ্ভাবন করেছে একটি বহুমুখী ছাতা। এই স্মার্ট ছাতায় থাকছে একটি পাখা, ন্যাভিগেইশন সিস্টেম ও ফ্ল্যাশলাইট। সবকিছু চলবে সৌরশক্তি দিয়ে।
উদ্ভাবক প্রতিষ্ঠানের যুগ্ম-প্রতিষ্ঠাতা মানাল দেনদিস বলেন, মূলত হজযাত্রীদের কথা মাথায় রেখেই ছাতাটি উদ্ভাবন করা হয়েছে।