নিউজ ডেস্ক : পৃথিবীতে আর বেশিদিন নেই কলা! মেরে কেটে বলতে গেলে পাঁচ কি দশ বছর! তারপরই নাকি আর দেখা মিলবে না কলার। যদিও কলাগাছ থাকবে কিন্তু হারাবে প্রজনন ক্ষমতা। এমন কথাই বলছেন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কিন্তু কেন?
গ্লোবাল ওয়ার্মিং। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পৃথিবীতে কলা গাছের সংখ্যা প্রচুর। তাই গাছগুলি থেকে গেলেও, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে তা হারাবে গাছগুলি প্রজনন ক্ষমতা। এছাড়া তাঁদের দাবি, মেটাবলিজমের কারণে, দিন দিন কলা গাছ নানারকম বাজে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে। বলছেন, তিনরকম ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে কলা গাছ।
এক হল ইয়েলো সিগাটোকা, ইমুসাই লিফ স্পট ও ব্ল্যাক সিগাটোকা। যা দিন দিন কলা গাছের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। তাই গবেষকরা মনে করছেন, পাঁচ থেকে দশ বছরের মধ্যে কলা একেবারেই লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।