২রা সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


বাংলাদেশী সাত জেলের লাশ মিলেছে ভারতে


Amaderbrahmanbaria.com : - ৩১.০৮.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশী সাত জেলের লাশ ভারতে উদ্ধার হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সমুদ্রে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ওই জেলেদের লাশ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

স্থানীয় মৎস্যজীবী ও পুলিশের ভাষ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বাংলাদেশের ওই ট্রলারটি ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়েছিল। মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার পার্থপ্রতিমা থানার ব্রজবললভপুরের বঙ্গোপসাগরে ট্রলারটিকে উল্টো হয়ে ভাসতে দেখা যায়। এরপর সেটিকে টেনে পার্থপ্রতিমার মাথাভাঙ্গা নদীতে নিয়ে আসে কয়েকটি ভারতীয় ট্রলার।

খবর পেয়ে পার্থপ্রতিমা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে সাতটি লাশ উদ্ধার করে। উদ্ধার করা হয় একটি মোবাইল ফোনও।

পুলিশ বলছে, ডুবে যাওয়া ট্রলারটির নাম এফবি নূরে আলম। ট্রলার থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তারা নিশ্চিত হয়েছে, ট্রলারটি বাংলাদেশের। নিহত ব্যক্তিরা বাংলাদেশি মৎস্যজীবী।

লাশগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার লাশের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close