২রা সেপ্টেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ১৮ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » তিতাস নদীতে নৌকাবাইচ ৬ সেপ্টেম্ব
পূর্ববর্তী তিন মাসের জামিন পেয়েছেন শফিক রেহমান


তিতাস নদীতে নৌকাবাইচ ৬ সেপ্টেম্ব


Amaderbrahmanbaria.com : - ৩১.০৮.২০১৬

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১টা থেকে শহরের শিমরাইলকান্দি থেকে প্রতিযোগিতা শুরু হবে। বুধবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। প্রতিযোগিতা চলাকালানীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, বাইচের সময় নদীতে যেন ব্যক্তিগত কোনো নৌকা প্রবেশ করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। এজন্য তিনি জেলাবাসীসহ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। এ উৎসব উপভোগ করতে নদীর দুই পাশে লাখো মানুষের ঢল নামে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close