g বৃষ্টির খোঁজে ঘটা করে ব্যাঙের বিয়ে জোরহাটে | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ২৬শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বৃষ্টির খোঁজে ঘটা করে ব্যাঙের বিয়ে জোরহাটে

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৯, ২০১৬

---

অনলাইন ডেস্ক : ব্যাঙের বিয়ে৷ তাও যেমন তেমন করে নয়৷ রীতিমতো পুরোহিত ডেকে, বৈদিক মন্ত্রোচ্চারণে৷ অসমের জোরহাট সাক্ষী থাকল এমনই ঘটনার৷ লোকায়ত বিশ্বাস অনুযায়ী এই বিয়েতেই নাকি আসবে বৃষ্টি৷

দেশের বিভিন্ন অঞ্চলে এ বছর অনাবৃষ্টি ও খরা পরিস্থিতি দেখা গেছে৷ অসমও সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে৷ গত দু’সপ্তাহ ধরে বৃষ্টির জন্য অপেক্ষা করছে অসমবাসী৷ কিন্তু ধুলোঝড় ছাড়া আর জোটেনি কিছুই৷ ক্ষতি হয়েছে শস্যেরও৷ অসমের বিভিন্ন অঞ্চলে স্থানীয় মানুষের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টির দেবতা বরুণদেব প্রীত হন৷ আর তাই রীতমতো ঘটা করে আয়োজন করা হল ব্যাঙের বিয়ের৷

জোরহাটের কৃষক পরিবারই এই বিয়ের উদ্যোক্তা৷ বিয়ে দিতে ডাকা হল ডাকা হল পুরোহিতকে৷ হল মন্ত্রোচ্চারণ৷ গ্রামবাসী ছেলে বুড়োরা ভিড়ও জমাল সে বিয়েতে৷ উলুধ্বনি, মন্ত্রপাঠে বিয়ে গেল দুই ব্যাঙের৷ কিন্তু বৃষ্টি কি আসবে? জোরহাটের কৃষকদের বিশ্বাস আসবে, এবার শিগগিরই নামবে বৃষ্টি৷ ব্যাঙ দম্পতি পরবর্তীকালে সুখে থাকুক আর নাই থাকুক, কৃষকরা যে এই বিয়েতে একটু সুখ পাবে, এমনটাই বিশ্বাস তাঁদের৷ সূত্র: সংবাদ প্রতিদিন