১৬ ঘন্টায়ও সম্পূর্ণ নেভেনি গাজীপুর গার্মেন্টের আগুন
---
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের গাজীপুরে পোশাক কারখানার আগুন ১২ ঘণ্টা পরেও পুরোপুরি নেভেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খান বেলা চারটার দিকে বিবিসিকে জানান আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা কিন্তু কারখানার কিছু জায়গায় অল্প অল্প জ্বলছে।
তিনি বলেন গোডাউনে থাকা সুতার কারণে আগুণ পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
তিনি বলেন কারখানার অনেক দুর্বলতার কারণেই আগুণ বেশি করে ছড়িয়েছে।
তিনি বলেন, “ফায়ার ডোর এবং অগ্নি নির্বাপণ পানির উৎস প্রস্তুত ছিলোনা। এগুলো থাকলে আগুন তাড়াতাড়ি নেভানো যেতো এবং এতো ক্ষয়ক্ষতি হতোনা”।
বিজিএমইএ সহ-সভাপতি মইন উদ্দিন আহমেদ অবশ্য বলছেন এসব বিষয়ে গত দু বছরে অনেক কাজ হয়েছে বলে প্রাণহানির ঘটনা কমে এসেছে।
এর আগে গত রাত একটার দিকে কারখানাটির পাঁচ তলা ভবনের দুই তলায় সূতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো।
পরে ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মকর্তা আরদেস আলী বিবিসিকে বলেছিলেন জানিয়েছেন সূতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঐ ফ্লোরে ৫৪ হাজার বর্গফুট এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।
গভীর রাতে আগুন যখন লাগে তখন কোন শ্রমিক ছিলোনা।