২২শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পরবর্তী বন্ধু প্রেম কত প্রকার বলো!


মুখের তিল দূর করার ঘরোয়া উপায়


Amaderbrahmanbaria.com : - ২০.০৮.২০১৬

 

লাইফস্টাইল ডেস্ক :সৌন্দর্য্য সচেতন নারী সবসময়ই পরিষ্কার দাগমুক্ত ত্বক আশা করে। কিন্তু অনেক সময় যত্ন নেয়ার পরেও মুখের কোনো এক কোণে তিল বা আচিল দেখা দেয়। নানা কারণে মুখে এই তিল বা আঁচিল দেখা দিতে পারে। যা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেকেই তিল দূর করতে ব্যবহার করে থাকেন নামি দামি কসমেটিকস। দাগ দূর হলেও ভেতর থেকে ত্বকের ক্ষতি করেছে এসব কসমেটিকস। তাই ঘরোয়া এই সমস্যার সমাধান করুন। কীভাবে তা আজই জেনে নিন-

> মৌসুমি ফল ও সবজি দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে থাকতে পারে আলু, শসা, গাজর, লাউ, বাঁধাকপি, এপ্রিকট, স্ট্রবেরী, টমেটো ইত্যাদি।

> রোজ অন্তত একবার দুধ দিয়ে মুখ ধুতে পারেন।

> প্রতিদিন মুখের ত্বকে টক দই ব্যবহার করুন। এটি ধুয়ে ফেলবেন না, ময়েশ্চারাইজারের মত করে লাগান এবং রেখে দিন ত্বকে।

> লেবুর রসে যদি আপনার এলার্জি না থাকে তবে নিয়মিত লেবুর রস লাগান। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করুন। দ্রুত ফল পাবেন।

> মধু সামান্য গরম করে আক্রান্ত স্থানে লাগালেও উপকার পাবেন।

> কাঁচা হলুদের রস ও তিলের গুঁড়া এক সাথে মিশিয়ে নিন। পানি দিয়ে পেস্টের মত তৈরি করে আক্রান্ত জায়গায় লাগান।

> চিনি ও লেবুর রসের স্ক্রাব ভালো কাজে দেয়।

> পার্সলি রসের সাথে লেবুর রস, কমালার রস এবং গাজরের রস মিশিয়ে নিন সমান পরিমাণে। এটি ব্যবহার করতে পারেন আপনার রেগুলার ক্রিম ব্যবহার করার ঠিক আগে। এতে ফ্রিকেলস দেখা যাবে না।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close