আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রের ইসকনসিন রাজ্যে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় সমর্থন জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুলিশের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
এর আগে শনিবার মিলওয়াউকিতে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের দাবি, সিলভাইল স্মিথ নামে ওই কৃষ্ণাঙ্গের হাতে একটি পিস্তল ছিল।
এ ঘটনায় ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব।’
পুলিশের পক্ষে সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, ‘পিস্তলটি পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। হয়তো এটি দিয়ে গুলি করা হতো। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এ কারণে এই ঘটনা ঘটেছে।’
তবে এ ঘটনায় স্থানীয় কৃষ্ণাঙ্গদের দাবি, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করে।
এ ঘটনার পর রোববার থেকে শহরটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।