১৯শে আগস্ট, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


‘আমাদের লুকানোর কিছু নেই’


Amaderbrahmanbaria.com : - ১৭.০৮.২০১৬

 

বিনোদন ডেস্ক : বলিউডের মি. পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। পাঁচ বছর আগে সারোগেসির মাধ্যমে কিরণ রাও ও আমির দম্পতির ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু বিষয়টি নিয়ে এতোদিন কোনো কথা বলেননি আমির।

অবশেষে দীর্ঘদিন পর এ নিয়ে মুখ খুললেন আমির খান। ৫১ বছর বয়সি এ অভিনেতার মতে, এ পদ্ধতিতে সন্তান নিয়ে তিনি কোনো অন্যায় করেননি। আর বিষয়টি নিয়ে লুকোচুরিরও কিছু নেই বলে মনে করেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের যশলোক হাসপাতালের নতুন একটি ‘ফার্টিলিটি সেন্টার’র উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির। এখানেই কথাগুলো বলেন তিনি।

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আপনারা সবাই জানেন আমি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল। আমি বলতে চাই, আমি এবং কিরণ যে আনন্দ পেয়েছি তা আমাদের কাছে খুবই মূল্যবান। যখন আজাদের জন্ম হয়, তখন আমরা খুবই খুশি হয়েছিলাম এবং আমরা এ ব্যাপারে সবার কাছে সৎ থাকতে চেয়েছি। আমরা কোনো ভুল করিনি। আমাদের লুকানোর কিছু নেই। মানুষের এ সম্পর্কে জানা প্রয়োজন।’

আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত। প্রথম সংসারে জুনায়েদ এবং ইরা নামে তার দুই সন্তান রয়েছে। জুনায়েদের জন্ম তাকে বদলে দিয়েছে জানিয়ে এ অভিনেতা বলেন, ‘সন্তানের বাবা হওয়ার অনুভূতিটা জীবনে অনেক আনন্দের একটি মুহূর্ত। এটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আমার প্রথম সন্তান জুনায়েদের জন্ম আমার জীবনকে বদলে দিয়েছে।’

২০০৫ সালে আমির খানের সঙ্গে বিয়ে হয় কিরণ রাওয়ের। সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার সময় নিজের লড়াই নিয়ে কিরণ রাও বলেন, ‘আজাদের জন্মের আগের ২০ বছর জানি না আমি কি করেছি। তবে আমার জীবন এখন পরিপূর্ণ। সন্তান জন্মদানের সময়টি আমাদের জন্য অনেক সংগ্রামের ছিল।’

বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল সিনেমা নিয়ে ব্যস্ত আমির খান। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। চলতি বছরের বড়দিনে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close