নিজস্ব প্রতিবেদক : দেশের সব জঙ্গি হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই এসব হামলা হচ্ছে।আজ মঙ্গলবার ‘বঙ্গবন্ধুর দর্শন : মৌলবাদ সন্ত্রাস নির্মূলের নিদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে হত্যা করা হয়েছে। এ আগস্টেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।’ ৭৫–পরবর্তী সময়ে যারা পায়ের রগ কাটত, তারাই ১৯ জন পুলিশসহ দেড় শ মানুষকে হত্যা করেছে আগুন–সন্ত্রাসের মাধ্যমে। এরাই বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এরাই টার্গেট কিলিং করেছে। এরা কখনোই জেএমবি হয়েছে, কখনো হুজি, কখনো আনসারুল্লাহ নাম নিয়েছে। এই জঙ্গিরা অতীতের রাজনৈতিক দলগুলোর সমর্থন ও পৃষ্ঠপোষকতাও পেয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সারা দেশে ঘুরেছি। কোথাও আইএস নামের কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাইনি। ১৯ থেকে ২৫ বছরের উচ্চশিক্ষিত তরুণদের মগজ ধোলাই করা হয়েছে। তারাই কালো পোশাক পরে পেছনে ব্যানার লাগিয়ে আইএস দাবি করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত চার হাজার জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এদের কেউ জেলে, কেউ গ্রেপ্তার হয়েছে। কারও বিরুদ্ধে মামলা চলছে।’ গুলশানের ঘটনার পর সবকিছু নতুন করে চিন্তার সময় এসেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে মাদ্রাসার ছাত্রদের এরা কাজে লাগাত। এখন উচ্চবিত্তদের সন্তানদের মগজধোলাই করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। ১ লাখ ৮ হাজার মাওলানা জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আমি যেখানেই যাচ্ছি, মানুষজন জঙ্গিবাদের বিরুদ্ধে বলছে।’
অনুষ্ঠানের সভাপতি বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, ‘আমরা শতভাগ অসৎ সমাজে বাস করছি। আমরা যা বলি তা–ই করি না। জঙ্গিবাদ দমন করতে হলে কথায় কাজে মিল থাকতে হবে। মুক্তিযুদ্ধের চার নীতিতে ফিরে যেতে হবে।’
নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শন জানতে হবে। তিনি ছিলেন সত্যিকারের অসাম্প্রদায়িক মানুষ। তাঁর “অসমাপ্ত আত্মজীবনী” পড়লেই তাঁর দর্শন জানা যাবে।’
লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, আজ তরুণেরাই জঙ্গিদের পরিচয় খুঁজে বের করেছে। জঙ্গিবাদ নির্মূলে এই তরুণদের কাজে লাগাতে হবে। জঙ্গিবাদ নির্মূলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনেরও পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার, ইশফাক এলাহী এবং শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।