নিউজ ডেস্ক : বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদীর ছেলে এস এম রহমান পারভেজ। ২৬ বছর আগে তিনি লেখা পড়ার উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমান। লেখা পড়া শেষে মালয়েশিয়াতেই ব্যবসায় নেমে পড়েন তিনি। বর্তমানে মালয়েশিয়ার তার পোশাক শিল্প ও রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে।
এস এম পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় শতাধিক বাংলাদেশি কাজ করেন।মালয়েশিয়ায় তিনি একজন সফল ব্যবসায়ী। এছাড়াও তিনি মালয়েশিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
এস এম পারভেজ সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক রয়েল।
এই সাক্ষাৎকারে তিনি মালয়েশিয়ায় ব্যবসার সফলতা ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন ব্যসায়ীদেরও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ায় নিশ্চিন্তে ব্যবসা করা যায়। টাকা পয়সা থাকলেও বাংলাদেশে ব্যবসা করা কঠিন। তবে যারা মলয়েশিয়ায় নতুন ব্যবসা করতে চায়, তাদের প্রথমে ঠিক করতে হবে তিনি কি ব্যবসা করতে চান। চলুন পাঠক বাকিটা আমরা সেই ভিডিও সাক্ষাৎকার থেকে জেনে নিই। বিডি২৪লাইভ