জুলহাজ হত্যাকারীর ছবি সিসি ক্যামেরায়
---
নিজস্ব প্রতিবেদক : কলাবাগানে হত্যাকাণ্ডের পর খুনিদের পালানোর ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পাশের একটি ভবনের সিসি ক্যামেরায় দেখা যায়, পাঁচ খুনি দৌড়ে পালিয়ে যাচ্ছে।
সোমবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ থেকে পালানোর ছবি সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফুটেজে দেখা যায়, রাস্তায় তেমন লোকজন নেই। একটি রিকশা চলে গেল। এ সময় এক যুবক দৌড়ে পালায়।
এরপর পরই তিন যুবক কিছুক্ষণ পরপর পালিয়ে যায়। প্রায় ৩০-৪০ সেকেন্ডের ব্যবধানে একই পথে আরেক যুবক দৌড়ে পালায়।
সোমবার সন্ধ্যায় কলাবাগানের বাসার সামনে জুলহাজ মান্নান ও তার বন্ধু তন্ময় মজুমদারকে কুপিয়ে হত্যা করে
আততায়ীরা। নিহত জুলহাজ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি বাংলাদেশে সমকামীদের নিয়ে প্রকাশিত রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের মার্কিন দূতাবাসের কর্মীও ছিলেন।