উবার চালককে মারধরকারী সেই নারী চিকিৎসক বরখাস্ত (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক : উবার চালককে মারধর ও তার গাড়ি ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের মিয়ামি হাসপাতালের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। অঞ্জলি রামকিসসন নামের ওই নারী চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত।ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে প্রশাসনিক ছুটিতে থাকা অবস্থায় ৩০ বছর বয়সী অঞ্জলির ওই ভিডিও ছড়িয়ে পড়ে। জ্যাকসন হেলথ সিস্টেমের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ওই চিকিৎসককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মিয়ামি হেরাল্ড বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, আবাসিক চিকিৎসক অঞ্জলি রামকিসসনকে জ্যাকসন হেলথ সিস্টেম কর্তৃপক্ষ অব্যাহতি দিতে যাচ্ছে।অঞ্জলি মিয়ামির ওই হাসপাতালে চার বছর ধরে নিউরোলজি বিভাগের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, উবার চালককে মারপিটের চেষ্টা করছেন এবং আঘাতও করেন। এরপর গাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন বস্তু বাইরে ছুড়ে মারেন। এছাড়া চালককে গালিগালাজ ও তাকে বাসায় পৌঁছে দিতে বাধ্য করার চেষ্টা করেন।এ ঘটনার পর ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিৎসক ক্ষমা প্রার্থনা করেন। এখন পর্যন্ত উবার চালককে মারধরের ওই ভিডিও সাত লাখ বার দেখা হয়েছে।