ভারতের আরও ১৪ জনের নাম ফাঁস পানামা পেপারসের
আন্তর্জাতিক ডেস্ক : আলোচিত অর্থ কেলেঙ্কারির ঘটনায় ভারতের আরও ১৪ জনের নাম ফাঁস করেছে পানামা পেপারস। নতুন এই তালিকায় রাজনীতিক, শিল্পপতি এবং ক্রিকেটারের নাম রয়েছে। খবর জি নিউজের।
পানামা পেপারসের দ্বিতীয় তালিকায় নাম রয়েছে রাজনীতিক অনুরাগ কেজরিওয়াল, শিল্পপতি গৌতম ও করণ থাপার, ব্যবসায়ী রঞ্জীব দাহুজা ও কপিল সিন গোয়েল, রত্ন ব্যবসায়ী অশ্বিনী কুমার মেহরা, সাবেক ভারতীয় ক্রিকেটার অশোক মালহোত্রা এবং ওষুধ প্রস্তুতকারক বিনোদ রামচন্দ্র যাদবের। এই তালিকায় নাম রয়েছে আইটি কনসালট্যান্ট গৌতম সিঙ্ঘল, খাদ্য প্রস্তুতকারক বিবেক জৈন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী প্রভাস সাংখলা এবং পোশাক রফতানিকারক সতীশ গোবিন্দ সামতানি, বিশাল বাহাদুর ও হরিশ মোহনানিরও।
মোসাক ফনসেকা নামের পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ফাঁস হওয়া নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচার করার তথ্য পাওয়া গেছে। বিশ্বের যেসব প্রতিষ্ঠান গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত, মোসাক ফনসেকা সেগুলোর একটি। পানামার এ প্রতিষ্ঠানের অজস্র নথি ফাঁসের এ ঘটনা ‘পানামা পেপারস’ নামে পরিচিতি পেয়েছে।