বার্সা-রিয়াল ফিরতি ম্যাচ ২ এপ্রিল
---
স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকো- শব্দ দুটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হাড্ডাহাড্ডি লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ গোটা ফুটবলবিশ্বকে ভাসিয়ে নিয়ে যায় আবেগে। ছড়িয়ে পড়ে উত্তাপ পৃথিবীময়। বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত অপেক্ষায় থাকেন মেসি-রোনাল্ডোর লড়াই দেখার জন্য।
আগামী ২ এপ্রিল তাদের অপেক্ষার অবসান হবে। ওইদিন রিয়াল ও বার্সা এল ক্লাসিকোর ফিরতি ম্যাচে মুখোমুখি হবে পরস্পরের। খেলা হবে বার্সেলোনার ন্যুক্যাম্প স্টেডিয়ামে। সোমবার ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
গত নভেম্বরে নিজেদের মাঠে মেসিবিহীন বার্সার কাছে ৪-০ গোলে শোচনীয় হারের লজ্জায় পড়তে হয়েছিল রিয়ালকে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন বার্সার উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। নেইমার ও ইনিয়েস্তা করেছিলেন একটি করে গোল। ওই ম্যাচে হেরেই চাকরি খোয়াতে হয় রিয়ালের সে সময়ের স্প্যানিশ কোচ রাফায়েল বেনিতেজকে। রোনাল্ডোদের নতুন কোচ হন ফরাসি লিজেন্ড জিনেদিন জিদান।
রিয়ালের সামনে তাই প্রতিশোধ নেয়ার সুযোগ। তবে কাজটা ভীষণ কঠিন। মেসি, নেইমার ও সুয়ারেজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। উল্টোদিকে সতীর্থদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সাজঘরের পরিবেশ অস্বস্তিকর করে তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ওপর খেলাটা হবে বার্সেলোনার মাঠে। জিদানের দলের জন্য কাজটা ভীষণ কঠিন। ওয়েবসাইট।