বুধবার, ৭ই মার্চ, ২০১৮ ইং ২৩শে ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার চট্টগ্রাম বিমানবন্দর থেকে

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।শনিবার দুপুর আড়াইটার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ পারভেজের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভেজকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

chittagong_map1456576379

চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিজভি আহমেদ  জানান, ফ্লাই দুবাই’র একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন যাত্রী পারভেজ। লাগেজ নিয়ে কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে লাগেজ তল্লাশি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় পারভেজকে আটক করে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস কমিশনার জানান।

Print Friendly, PDF & Email