ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন মাশরাফিরা
---
বাংলাদেশিদের জন্য একুশে ফেব্রুয়ারি একটি গৌরবোজ্জ্বল দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে বর্বর পাকিস্তানি পুলিশরা। তখন সেখানে শহীদ হন কয়েকজন তরুণ। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করেন তারা। সেইসব ভাষাশহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।
              এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিল বাংলাদেশ দল। সেখান থেকেই সালাম-রফিক-বরকতদের স্মরণে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মাশরাফিবাহিনী। এ সময় দলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
              ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির সকালে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে বরকত, জব্বার, সালামসহ কয়েকজন ছাত্রযুবা শহীদ হন।
              উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
        
১৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে রংপুর
                
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর
                
বড় হার দিয়ে চ্যাম্পিয়ন ঢাকার বিপিএল শুরু
                
নাসিরকে সতর্ক করল বিসিবি
                
দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত সিলেট সিক্সার্স
                
চলতি মাসেই বিয়ে ক্রিকেটার জাহির-সাগরিকার