মানবেতর জীবন অতিবাহিত করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্যাটার্নভুক্ত হওয়া সত্বেও ২০১১ সালের ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ হাজার শিক্ষকের বেতন ভাতা বন্ধ রয়েছে। এর ফলে দীর্ঘ পাঁচ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ঠ পদে নিয়োগপ্রাপ্ত নন এমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ’ নামে সংগঠনটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল ও সারাদেশে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত সৃষ্ঠ পদে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ভাতার দাবিও জানায় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রদীপ চন্দ্র রায়। তিনি বলেন, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেয়া না হলে চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার শ্রেণিকক্ষ বর্জণ কর্মসূচি নেয়া হবে। এরপরও দাবি না মানা হলে ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এনামুল হক, সদস্য সাহিদুল ইসলাম প্রমুখ।




মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিলিয়ন ডলারের বিয়ে!
ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খলচরিত্রে অভিনয়ের মজাই অন্যরকম: প্রিয়াঙ্কা
দেশের প্রথম আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চলতি অর্থবছরেই
দুই ম্যাচ নিষিদ্ধ থারাঙ্গা
মার্কিন নারী সেনারা প্রথমবারের মতো স্থলযুদ্ধে
সিলেটে ২ স্বামীর ঘরে মার্কিন কন্যা!
হিজড়াদের ভাতা বাড়ছে
‘বাজারের ৯০ ভাগ খাদ্যই ভেজাল’

অক্সফোর্ডের দুই বান্ধবীই প্রধানমন্ত্রী