মঙ্গলবার, ২৬শে ডিসেম্বর, ২০১৭ ইং ১২ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

পড়শীর কণ্ঠে বলিউড ছবির গান

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ২৮, ২০১৬

porsi-300x200দেশের অগণিত শ্রোতার ভালোবাসা কুড়িয়ে এবার মুম্বাই জয় করতে চলেছেন পড়শী। বলিউড চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি একক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি ভারতের বিখ্যাত চলচ্চিত্র ও অ্যালবাম প্রযোজনা প্রতিষ্ঠান টিপসের সঙ্গে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, পড়শীর তিনটি একক প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে টিপসের আগামী চলচ্চিত্রের প্লেব্যাকের শিল্পী হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানান পড়শীর বড় ভাই স্বাক্ষর। তিনি বলেন, ‘ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শান কিছুদিন আগে বাংলাদেশের ‘মেন্টাল’ ছবিতে পড়শীর সঙ্গে প্লেব্যাক করেছেন। এ ছবির ‘মন নাজেহাল’ গানটি শানের মাধ্যমে শোনার সুযোগ পান টিপসের দুই কর্ণধার রমেশ তাওরানি ও কুমার তাওয়ানি। কণ্ঠ এবং গায়কী ভালো লাগায় তারা পড়শীর সঙ্গে যোগাযোগ করেন।’

পড়শী বলেন, ‘বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় গান গেয়ে দর্শক-শ্রোতার ভালোবাসা কুড়াব, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। বলিউডে প্লেব্যাক এবং মুম্বাইয়ে একক গান প্রকাশের মধ্য দিয়ে সে স্বপ্নের অনেকটা পূরণ হতে চলেছে।’ ইতিমধ্যেই বলিউডের ‘লাভসুধা’ ছবির ‘মারজায়ে’ শিরোনামের একটি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। কথা লিখেছেন সাঈদ কাদরি। সঙ্গীতায়োজন করেছেন মিঠুন। গত রাতে ইউটিউবে টিপসের চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

  • ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গণকবরের নামফলক উদ্বোধণব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গণকবরের নামফলক উদ্বোধণ
  • লুকিয়ে রুক্মিণীর ভিডিও তুলেছেন রাজ? কী বললেন দেবলুকিয়ে রুক্মিণীর ভিডিও তুলেছেন রাজ? কী বললেন দেব
  • সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: ফখরুলসরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: ফখরুল
  • যে খাবার লিভার সুস্থ রাখেযে খাবার লিভার সুস্থ রাখে
  • থাইরয়েডের রোগীদের যে ৬ টি কাজ কখনোই করা উচিত নয়থাইরয়েডের রোগীদের যে ৬ টি কাজ কখনোই করা উচিত নয়
  • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি, অতঃপর রাতভর ধর্ষণবিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি, অতঃপর রাতভর ধর্ষণ
  • ইন্টারনেট বিশেষায়িত ল্যাব ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে’ইন্টারনেট বিশেষায়িত ল্যাব ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে’
  • রাত পোহালেই গণনা, অপেক্ষায় দেশবাসীরাত পোহালেই গণনা, অপেক্ষায় দেশবাসী
  • আশুগঞ্জের বাহাদুরপুর বাস স্ট্যান্ডে আয়োজিত হয় প্রো ট্রাক মেলাআশুগঞ্জের বাহাদুরপুর বাস স্ট্যান্ডে আয়োজিত হয় প্রো ট্রাক মেলা
  • মতিনের দ্বিতীয় স্ত্রী অভিযুক্ত হতে পারেন মতিনের দ্বিতীয় স্ত্রী অভিযুক্ত হতে পারেন 
  • পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিল করবে না ভারতপাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিল করবে না ভারত
  • ১৪ বছরের রেকর্ড ভেঙে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা১৪ বছরের রেকর্ড ভেঙে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা